Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার হতে কি কি লাগবে?
বিস্তারিত

নতুন ভোটার হওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করুন। 

১। জন্ম সনদ এর কপি। 

২। পিতা-মাতার আইডি কপি। 

৩। এসএসসি পাশের সনদ (এসএসসি পাশ হলে)

৪। স্ত্রী/স্বামীর আইডি কপি (বিবাহিত হলে)

৫। নাগরিক সনদ

৬। ওয়ার্ড মেম্বার কর্তৃক প্রত্যায়নপত্র

৭। পার্সপোর্ট এর কপি (প্রবাসি হলে)

৮। চৌকিদারী/পৌরকর পরিশোদ রশিদ

৯। ব্লাড টেস্টের রিপোর্ট

উপরোক্ত কাগজপত্রসহ https://services.nidw.gov.bd এই সাইটে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করুন এবং আবেদনপত্রটির একটি প্রিন্ট গ্রহণ করুন । প্রিন্ট কপির অপর পাতায় যাচাইকারী এবং শনাক্তকারীর স্থলে মেম্বার/চেয়ারম্যান/মেয়র এর স্বাক্ষরগ্রহণ করুন এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহপুর্বক অত্র কার্যালয়ে আবেদন জমা দিন। উল্লেখ্য কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া সাপেক্ষে ছবি উত্তলনের সুযোগ প্রদান করা হবে। কাগজপত্রে কোন ভুল পাওয়া গেলে সরাসরি আবেদনটি বাতিল হিসাবে গণ্য হবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/12/2017
আর্কাইভ তারিখ
11/06/2018