নতুন ভোটার হওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করুন।
১। জন্ম সনদ এর কপি।
২। পিতা-মাতার আইডি কপি।
৩। এসএসসি পাশের সনদ (এসএসসি পাশ হলে)
৪। স্ত্রী/স্বামীর আইডি কপি (বিবাহিত হলে)
৫। নাগরিক সনদ
৬। ওয়ার্ড মেম্বার কর্তৃক প্রত্যায়নপত্র
৭। পার্সপোর্ট এর কপি (প্রবাসি হলে)
৮। চৌকিদারী/পৌরকর পরিশোদ রশিদ
৯। ব্লাড টেস্টের রিপোর্ট
উপরোক্ত কাগজপত্রসহ https://services.nidw.gov.bd এই সাইটে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করুন এবং আবেদনপত্রটির একটি প্রিন্ট গ্রহণ করুন । প্রিন্ট কপির অপর পাতায় যাচাইকারী এবং শনাক্তকারীর স্থলে মেম্বার/চেয়ারম্যান/মেয়র এর স্বাক্ষরগ্রহণ করুন এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহপুর্বক অত্র কার্যালয়ে আবেদন জমা দিন। উল্লেখ্য কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া সাপেক্ষে ছবি উত্তলনের সুযোগ প্রদান করা হবে। কাগজপত্রে কোন ভুল পাওয়া গেলে সরাসরি আবেদনটি বাতিল হিসাবে গণ্য হবে।পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস